খাবার নিয়ে ভাসমান মানুষের পাশে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন

করোনার কারণে লকডাউনের শুরু থেকেই রান্না করা খাবার বিতরণ করে আসছেন সংগঠক যিকরু হাবিবীল ওয়াহেদ।

আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের শুভানুধ্যায়ী মানবিক বন্ধুদের সহায়তায় অসহায় ভাসমান দুস্থ মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

খাবার নিয়ে রাতে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুলসহ নগরীর বিভিন্নস্থানে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মির্জা শাওন ইমতিয়াজ, আবুল হাসেমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন: আলোকিত চট্টগ্রামে প্রতিবেদন—১ ঘণ্টায় পুলিশের অ্যাকশন

মির্জা শাওন ইমতিয়াজ বলেন, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের এই উদ্যোগে সহযোগী হওয়ার জন্য সমাজের বিত্তবানদেরও আহ্বান জানাই। আপনারা এসব ভাসমান দুস্থদের সাহায্যার্থে এগিয়ে আসুন। আপনাদের একটু সহযোগিতায় বাঁচতে পারবে একজন মানুষ কিংবা একটি পরিবার।

আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি যিকরু হাবিবীল ওয়াহেদ বলেন, যারা ভাসমান, সহায়-সম্বলহীন তাদের দেখার কেউ নাই। তাদের রান্না করে খাওয়ার ব্যবস্থাও নেই। তাই আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়াবার।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!