আবার নতুন ষড়যন্ত্রে—নতুন কৌশলে বিএনপি : আ জ ম নাছির

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চকবাজার থানা আওয়ামী লীগ আলোচনা সভা করেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে নগরের কাতালগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সভায় মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত নানা ইস্যুতে দেশে অস্থিরতা তৈরির পাঁয়তারা চালাচ্ছে। এদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আস্থাশীল। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, আবার নতুন ষড়যন্ত্র নিয়ে নতুন কৌশলে পথে নেমেছে বিএনপি। মিথ্যাচার আর গুজব রটিয়ে দেশের মানুষকে বোকা বানানো ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই। করোনার সময় বিএনপি মানুষের মনে বিভ্রান্তি ছড়ালেও দলের নেতারা সবার আগে কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরবর্তী সময়ে সারাবিশ্বে যখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায় তখন অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় বিএনপি নেতারা বাংলাদেশও শ্রীলঙ্কা হয়ে যাবে বলে মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে সরকার গঠনের সুযোগ তৈরি করতে আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তিতে মাঠে থাকতে হবে।

চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, কাজী মোজাম্মেল হক খোকা, মমতাজ খান, দেলোয়ার হোসেন খোকা, জাফর আহমদ চৌধুরী, তৌহিদুল আনোয়ার, সাইফুল ইসলাম ভুঁইয়া রাসেল ও আমিনুল হক রঞ্জু।

আরও বক্তব্য রাখেন মোজাহেরুল ইসলাম চৌধুরী, মো. নাজিম উদ্দীন, কামরুল হাসান, সুমন চৌধুরী, রুমকি সেনগুপ্ত, মাবজুলুল বারী খসরু, অ্যাড. নোমান চৌধুরী, মো. সেলিম রহমান, এমএ হান্নান, মো. মহিউদ্দিন, জাহিদুল ইসলাম ইরাক, জিএম তৌসিফ ও মুজিবুর রহমান রাসেল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!