আবার আসছে লকডাউন

দেশজুড়ে আবার আসছে লকডাউন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান ‘লকডাউন’ বাড়বে আরও এক সপ্তাহ। এমনই ইঙ্গিত দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (১১ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী একটি গণমাধ্যমকে বলেন, আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর। কারণ দেশে ভারতের ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা আমাদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত ১৬ মে জানানো হবে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সবাইকে মাস্ক পরার পরামর্শ দেন। তিনি বলেন, মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ- এই কথাটি মাথায় রাখতে হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!