আবারও জরিমানার মুখে মেজ্জান হাইলে আইয়ুন, এবার মুরাদপুরে

এক মাস না পেরোতেই আবারও জরিমানা গুণতে হলো ‘মেজ্জান হাইলে আইয়ুন’ রেস্টুরেন্টকে। এবার মুরাদপুর শাখাকে নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপ‌রিচালক মো. ফ‌য়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার ও চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মু. হাসানুজ্জামান এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: এবার জরিমানা গুণল মেম্বার হোটেল, শাহী বেকারি ও রসুইঘর

এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি জামালখান মোড়ের ‘মেজ্জান হাইলে আইয়ুন’ শাখাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং রেস্টুরেন্ট কর্মীদের ফিটনেস সার্টিফিকেট না থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ আলোকিত চট্টগ্রামকে বলেন, নোংরা পরিবেশ খাবার সংরক্ষণ ও পরিবেশনের কারণে মুরাদপুর এলাকার ‘মেজ্জান হাইলে আইয়ুন’ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!