আনোয়ারায় লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় ৫ চালকের দণ্ড

আনোয়ারায় লাইসেন্সবিহীন বাস-ট্রাক ও মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ মামলায় ৫ জন চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা সদর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

আরও পড়ুন: লাইসেন্স নেই—হেলমেটও, লোহাগাড়ায় মামলার জালে ৪১

জানা গেছে, অভিযানে বাস, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৮০ ধারায় ৫টি মামলায় ৫ জন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে ভোক্তা অধিকার আইনে এক হোটেলকে ৫ হাজার টাকা জরিমান করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। আজ অভিযানে ৫ জন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!