আনোয়ারায় ‘ভাড়া নৈরাজ্য’ ঠেকাতে মাঠে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের আনোয়ারায় সিন্ডিকেট করে অটোরিকশা ভাড়া বৃদ্ধি এবং বাসে ভাড়ার তালিকা না রেখে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এসব নৈরাজ্য ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

বুধবার (৩১ আগস্ট) বিকাল ৫টার সময় উপজেলার ব্যস্ততম চাতুরী চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: আনোয়ারায় খুন করে ‘রঘু’ লুকিয়ে ছিল কোতোয়ালিতে

এসময় সরকারি নির্দেশনা অমান্য করে যত্রতত্র পার্কিং, অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা না রাখা এবং সড়ক পরিবহন আইনের অন্যান্য নির্দেশনা অমান্য করে যান চালানোর জন্য সড়ক পরিবহন আইনে ৮টি মামলায় ৮ চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন বলেন, সাধারণ মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়রানি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভাড়া নিয়ে যাতে কোনো নৈরাজ্য না হয় সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

কেএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!