আনোয়ারায় বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার নারী ইউপি সদস্য

আনোয়ারায় দুপক্ষের বিরোধ মেটাতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছেন ৭ নম্বর সদর ইউনিয়নের বিলপুর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হামিদা সুলতানা (৪৫)।

রোববার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের বিলপুর মহিলা মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর সোমবার (১৪ নভেম্বর) সকালে হামিদা সুলতানা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেলের দক্ষিণপাড় আনোয়ারা প্রান্তে সুফল পেতে নজর দিতে হবে ৫ বিষয়ে

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাতে বাঁশ কাটাকে কেন্দ্র করে মো. সোলেমানের সঙ্গে প্রতিবেশী রেহেনা বেগমের ঝগড়া হয়। ঘটনাটি ইউপি সদস্য হামিদা সুলতানাকে জানালে তিনি উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করেন। পরে ইউপি সদস্যকে নালিশ দেওয়ায় সোলেমানের পরিবার ক্ষিপ্ত হয়ে রেহেনা বেগমকে মারধর করেন। মারধরে বাধা দিতে গেলে সোলেমান ও তার বাবা উল্টো ইউপি সদস্য হামিদা সুলতানার ওপর হামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনা শুনে এসআই জ্যোতিষকে ঘটনাস্থলে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!