আনোয়ারায় বালু ব্যবসায়ী ও ট্রাক চালক ধরা

আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করায় জাহেদুল হক নামের এক ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শঙ্খনদীতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন।

আরও পড়ুন: মহেশখালীতে মেশিন-গাড়ি ফেলে পালাল বালু পাচারকারীরা, ২ জন শনাক্ত

একই অভিযানে লাইসেন্সবিহীন গাড়ি চালনোর দায়ে ট্রাকচালক মো. রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন ট্রাক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!