আনোয়ারায় নিয়ম না মেনে জরিমানা গুনল ৩ করাতকল

আনোয়ারা বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ করাতকলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স না থাকা, কাঠ ও অন্যান্য বনজদ্রব্যের উৎসে সরকারি বিধিমালা না মানায় তিন করাতকল মালিককে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বরুমছড়া ও শোলকাটা রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন।

আরও পড়ুন: মারা গেলেন আনোয়ারা থানার এসআই ইয়াউর

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারায় যেসব করাতকল রয়েছে এর অধিকাংশের লাইসেন্স নেই। এছাড়া করাতকলের ২০১২ বিধিমালা অনুযায়ী, প্রত্যেক করাতকলের মালিক তার করাতকলে ক্রয় করা ও বিক্রিত সকল কাঠ ও অন্যান্য বনজদ্রব্যের উৎসের উল্লেখসহ চেরাইয়ের হিসাব সংরক্ষণের কথা। কিন্তু কয়েকটি করাতকলে লাইসেন্স থাকলেও বিধিমালা ২০১২ মানছে না কোনো করাতকল। যার ফলে অভিযানে নামে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিন বলেন, করাতকল বিধিমালা ২০১২ অনুযায়ী তিনটি করাতকলের মালিককে তিন মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অবৈধ করাতকলবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কেএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!