‘আতঙ্ক’—চট্টগ্রামে করোনায় ৪ গুণ মৃত্যু, ৪০ শতাংশ বাড়তি রোগী

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আসার পর থেকেই চট্টগ্রামে বেড়েছে আতঙ্ক। একদিনের ব্যবধানেই চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়েছে ৪ গুণ! একইসঙ্গে বেড়েছে করোনা রোগীও।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছে আরও ৪ করোনা রোগী। একদিন আগে মারা গিয়েছিলেন ছিল মাত্র ১ জন।

এদিকে একদিনের ব্যবধানেই চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে প্রায় ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৯০ জন। এর আগেরদিন আক্রান্ত হয়েছিলেন ১৩৬ জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১১টি ল্যাবে করোনার ৯৯২ নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২০১ নমুনা পরীক্ষায় ২১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮ নমুনা পরীক্ষায় ২৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৮ নমুনা পরীক্ষায় ৪৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষায় ২২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ নমুনা পরীক্ষায় ৯ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২১৩ নমুনা পরীক্ষায় ১৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৯ নমুনা পরীক্ষায় ১৯ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৯ নমুনা পরীক্ষায় ৬ জন ও এপিক হেলফ কেয়ার ল্যাবে ১৩ নমুনা পরীক্ষায় ৪ জন করোনা পজিটিভ হন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪৪ নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে ১২৮ জন নগরের এবং ৬২ জন উপজেলার।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!