আগ্রাবাদেই নকল ডাকটিকিট রেভিনিউ স্ট্যাম্পের বড় আস্তানা

নগরে নকল ডাকটিকিট, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফিসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় দুটি দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল ডাকটিকিট, রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ডবলমুরিং থানার বাদামতল ও আগ্রাবাদ এলাকার নর্থ সাউথ ট্রেড ইন্টারন্যাশনাল ও সেলিম এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার।

আরও পড়ুন: আগ্রাবাদে গণপূর্ত ভবন ভাঙচুর করে গ্রেপ্তার হলেন বাচ্চুর ভাগ্নে তমাল

আটকরা হলেন- সাখাওয়াত হোসেন বেলাল (৪২), মাকসুদুর রহমান ওরফে রাসেল (৩৬), আরব হোসেন (৩২) ও মো.মোশারফ হোসেন শরীফ (১৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার বলেন, নগরের ডবলমুরিং থানার বাদামতলী ও আগ্রাবাদ এলাকার দুটি দোকানে নকল রেভিনিউ স্ট্যাম্প, নকল ডাকটিকিট ও কোর্ট ফি বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পরে দুটি দোকানে তল্লাশি করে বিপুল পরিমাণ নকল ডাকটিকিট, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে নকল রেভিনিউ স্ট্যাম্প, বিশেষ আঠালো স্ট্যাম্প, কোর্ট ফি, ডাকটিকিট এবং বিভিন্ন সিল তাদের দোকানে মজুদ করে মানুষের কাছে বিক্রি করে আসছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!