বড়উঠানে গ্যাসের পাইপে আগুন, পুড়ে ছাই ৬ ঘর

কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের একটি কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ৬টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে বড়উঠানের ডাকপাড়া গ্রামের তসলিমা কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. দিদারুল আলম।

আরও পড়ুন: দিনদুপুরে আগুনে অঙ্গার ঘুমন্ত শিশু

বড়উঠান ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন ও স্থানীয় সূত্র জানায়, সকালে তসলিমা কলোনির ভাড়া বাসায় হঠাৎ এক ভাড়াটিয়ার গ্যাস পাইপ লিক হয়ে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কে লোকজন ঘর থেকে বের হয়ে যায়। আগুনের তীব্রতা বেড়ে কলোনির ৬টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আনোয়ারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের সিলিন্ডার হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি সেমিপাকা ঘর পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!