আখতারুজ্জামান ফ্লাইওভারে হঠাৎ ব্রেক প্রাইভেট কারের, ধাক্কা খেয়ে রক্তাক্ত অটোরিকশা চালক—নারী

নগরে অটোরিকশা ও প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় আখতারুজ্জামান ফ্লাইওভারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- অটোরিকশা চালক নুরুল আমিন (৪০) ও যাত্রী নাসিমা বেগম (৫০)।

আরও পড়ুন: ‘ফাঁদ’—আক্তারুজ্জামান ফ্লাইওভারে গাড়ি তুললেই ভয় পাচ্ছেন চালকরা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (বুধবার) বিকাল সাড়ে ৪টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভার হয়ে একটি প্রাইভেট কার ও একটি অটোরিকশা জিইসির দিকে যাচ্ছিল। ফ্লাইওভারের মাঝপথে পৌঁছলে অটোরিকশার সামনে থাকা প্রাইভেট কারটি হঠাৎ ব্রেক করে। এতে রানিং থাকা অটোরিকশাটি সজোরে প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালক ও যাত্রী নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাসেম বলেন, আজ (বুধবার) বিকালে আখতারুজ্জামান ফ্লাইওভারে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষ অটোরিকশা চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি দেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!