আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরে দিনজুড়ে থাকবে নানা আয়োজনে

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৩ জুন) কর্মসূচির মধ্যে সকালে র্যালি ও বিকেলে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে আজ (বুধবার) সমাবেশস্থল পরিদর্শন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

আরও পড়ুন: সম্মেলন—লালখানবাজারে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রস্তুতি কমিটি গঠন

এসময় আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি হচ্ছে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও। প্রতিষ্ঠার শুরু থেকে এই পর্যন্ত নানা আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে আওয়ামী লীগ আমাদের সমাজ-রাজনীতির এই ধারাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিচ্ছে।

সমাবেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আ জ ম নাছির বলেন, উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন করা প্রত্যেক নেতাকর্মীদের দায়িত্ব ও কর্তব্য। সমাবেশে যারা যোগদান করবেন তারা যেন সমাবেশ শেষ হওয়ার আগ পর্যন্ত সমাবেশস্থল ত্যাগ না করেন এ ব্যাপারে ওয়ার্ড পর্যায়ের নেতাদের সজাগ থাকতে হবে। নগরের ১৫টি থানা, ৪৩টি ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে বাদ্য-বাজনাসহ মিছিল সহকারে সমাবেশে যোগদানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফর আলী, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বেলাল আহমেদ ও গিয়াস উদ্দিন।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!