অ্যাপে পরিবর্তন আনছে জিমেইল

যারা আইফোন ও অ্যান্ড্রয়েডে জিমেইল ব্যবহার করেন তাদের জন্য অ্যাপে পরিবর্তন আনছে জিমেইল। জিমেইল অ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে গুগল চ্যাট অ্যাপে ইনটিগ্রেশন চালু করতে পারবেন, ব্যবহার করতে পারবেন মেইল, মিট ও রুমস।

জি-মেইল, চ্যাট, মিট ও রুমস- এ চারটি ট্যাব থাকবে জিমেইল অ্যাপে। ব্যক্তিগত অ্যাকাউন্টেও এখন থেকে এ চারটি ট্যাব ব্যবহার করা যাবে।

তবে এটি চালু করতে হলে আগে ফোনে জিমেইল অ্যাপটি আপডেট করতে হবে। আপডেট থাকলে জিমেইল অ্যাপ খুলে স্ক্রিনের বাম দিকে স্যান্ডউইচ মেনুতে ট্যাব করতে হবে। স্ক্রল করে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। তারপর chat (early access) > toggle এনাবেল করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নতুন একটি চ্যাট বক্স ও চারটি ট্যাব দেখা যাবে। এ চারটি ট্যাব ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপে সুইচ করতে হবে না।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!