অ্যাকশনে সেনাবাহিনী, একজনের বেশি রিকশায় নয়

কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও তৎপর রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

লকডাউনের শুরু থেকেই নগরের প্রবেশমুখ সিটি গেইটে প্রতিদিনই কড়া নজর রেখেছেন সেনা সদস্যরা। এরই ধারবাহিকতায় আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকেই অ্যাকশনে ছিল সেনাবাহিনী। পাশাপাশি দায়িত্ব পালন করছেন থানা পুলিশের সদস্যরাও।

সরেজমিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দেখা গেছে, রিকশায় একজনের বেশি যাত্রী দেখলেই থামিয়ে দিচ্ছেন সেনা সদস্যরা। একজনকে রিকশায় রেখে নামিয়ে দিচ্ছেন দ্বিতীয়জনকে। রিকশায় একজনের বেশি নয় — একথা বলে সতর্ক করে দেওয়া হচ্ছে চালক ও যাত্রীকে।

এছাড়া চলছিল জরুরি প্রয়োজনে বের হওয়াদের কাগজপত্র, পরিচয়পত্র যাচাই-বাছাই। মিথ্যার আশ্রয় নিয়ে পার পাওয়ার চেষ্টাকারীদের গাড়ি আটকে দেওয়া হচ্ছিল মামলা। আবার উপযুক্ত কারণ দেখাতে না পারা যাত্রী ও পথচারীদের পুনরায় ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয় কঠোর লকডাউন। এদিন থেকে মাঠে নামে সেনাবাহিনী। সোমবার (৫ জুলাই) বিধিনিষেধের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!