অর্ধসহস্র ইয়াবা নিয়ে শ্যামলীতে ধরা খেল নারী

মিরসরাইয়ে রাজিয়া সুলতানা (৩৭) নামের এক নারীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে উপজেলা মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

আটক রাজিয়া খুলনা জেলার ডুমুরিয়া থানার চুক নগর সিকদারপাড়া এলাকার মাহবুবুর রহমানের স্ত্রী।

আরও পড়ুন: ইয়াবার পাইকারি ক্রেতা ল্যাডাইয়া ধরা খেল যাত্রীবাহী বাসে

গ্রেপ্তাররা হলেন- ওয়ারেন্টভুক্ত আসাম উপজেলার সাহেবপুর এলাকার সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশ বেলালের ছেলে জাহেদুল ইসলাম এবং উত্তর সোনাপাহাড় এলাকার মহিউদ্দীনের ছেলে ওমর ফারুক এবং সাজাপ্রাপ্ত আসামি ঘেরামারা এলাকার সেকেন্দার প্রকাশ বাসু মিয়ার ছেলে ইমাম হোসেন এবং জয়পুর পূর্ব জোয়ার এলাকার মৃত বাদল রায়ের ছেলে দোলন রায়।

জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, গোপন সংবাদে মহাসড়কে যাত্রীবাহী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে সুলতানা রাজিয়া নামের এক নারীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া পৃথক অভিযান দুজন ওয়ারেন্টভুক্ত ও দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, আজ (বুধবার) দুপুরে পাঁচ আসামিকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!