উখিয়ার সাহাবুদ্দিন—খাগড়াছড়ির রুবেলের কাছে অর্ধকোটি টাকার ইয়াবা

লোহাগাড়ায় পৃথক অভিযানে ১৬ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ দু্জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন: যাত্রীবেশে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা খেল যুবক

শনিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমানের নির্দেশনায় এসআই মো. সাজিব হোসেন ফোর্সসহ চুনতি রেঞ্জ বন কার্যালয়ের সামনে তল্লাশি চালান। এ সময় ৫৫০ পিস ইয়াবাসহ মো. সাহাবুদ্দিন (২২) নামের এক মাদক কারবারিকে আটকে করে। সে কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের খুলিয়াপাড়ার মৃত জাফর আলমের ছেলে।

একইদিন (শনিবার) বেলা ২টার দিকে এসআই মো. নুরুন নবী ফোর্সসহ চুনতি লামা সড়কের পানত্রিশা ব্রাহ্মণপাড়া এলাকার দরগাপাড়ার মনু মিয়ার দোকানের সামনে ১৬ হাজার ইয়াবাসহ মো. ইফাত হাসান রুবেল (২৮) নামের আরেক মাদক কারবারিকে আটক করে। রুবেল খাগড়াছড়ির সদর ইউনিয়নের গামারীঢালা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

ওসি আতিকুর রহমান জানান, মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা। আজ (রোববার) আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!