রাউজানে স্বাস্থ্যবিধি রক্ষার অভিযানে ৭ মামলা, জরিমানা

রাউজানে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে ফকিরহাট বাজার ও মুন্সিরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ।

অভিযানে মাক্স না পড়া এবং সড়ক পরিবহন আইনে সাত মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: মাস্ক না পরলে জেল-জরিমানা—স্বাস্থ্যমন্ত্রীর সতর্কবার্তা

এ বিষয়ে ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেছেন। গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাক্স পড়তে হবে। স্বাস্থ্যবিধি রক্ষায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে রাউজান থানা পুলিশ ও অনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!