২০০ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল সিটি করপোরেশন

নগরের বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করায় ১৯ ব্যবসায়ীকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল থেকে অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

সরেজমিন দেখা গেছে, নগরের বহদ্দারহাট, চকবাজার, মুরাদপুর, ২ নম্বর গেট, আন্দরকিল্লা, নিউমার্কেট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত সড়কগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। এসময় অফিসগামী মানুষদের পড়তে হচ্ছে বিপাকে। পথচারীদের ফুটপাত ছেড়ে হাঁটতে হচ্ছে রাস্তায়। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে চসিক।

আরও পড়ুন: ৬ ম্যাজিস্ট্রেটের অভিযানে উচ্ছেদ হলো ৩৭০ অবৈধ স্থাপনা

এদিকে মেয়রের একান্ত সচিব মু. আবুল হাশেম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুকে সঙ্গে নিয়ে বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, বায়েজিদ এলাকায় সড়কের পাশের ফুটপাত ও নালা দখল করে গড়ে উঠা দুশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ফুটপাতে মালামাল রেখে রাস্তায় জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৮ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলাসহ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নগরের লালখানবাজার থেকে ওয়াসা, কাজির দেউড়ি রোড ও কে বি ফজলুল কাদের রোডে অভিযান চালান। অভিযানে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাসহ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!