অন্ধকারের শিশুদের আলো দিচ্ছে ‘জুম বাংলাদেশ’

মুছে যাক অন্ধকার, দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক- এ স্লোগানে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নগরে যাত্রা শুরু করেছে ‘জুম বাংলাদেশ’।

নগরের সিআরবি শিরীষতলা এলাকায় গড়ে তোলা হয়েছে ‘জুম বাংলাদেশ’ নামের স্কুলটি। যেখানে স্কুল থেকে ঝরে পড়া, মাদকাসক্ত ছিন্নমূল শিশুদের সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার উপকরণ দিয়ে সহায়তা করা হচ্ছে।

আরও পড়ুন: ‘চাকরির লোভ’ দেখিয়ে নারী-শিশুদের পতিতার বাজারে বেচাকেনা করত সক্রিয় সিন্ডিকেট

বর্তমানে এ স্কুলের শিক্ষার্থী সংখ্যা ৪০ জন। এসব শিক্ষার্থীকে বিনা খরচে পাঠদান দেওয়া হয় সপ্তাহে তিনদিন বিকেলে খোলা আকাশের নিচে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছেন একদল তরুণ স্বেচ্ছাসেবী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ‘জুম বাংলাদেশ’ চট্টগ্রাম শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে সিআরবি শিরীষতলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার এবং খাবার বিতরণ করা হয়।

মো. আলী রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পাসপোর্ট অফিসের বিভাগীয় প্রধান আবু সাঈদ।

বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ‘জুম বাংলাদেশ’ চট্টগ্রাম শাখার পরিচালক মোস্তফা জাহেদ।

আরও পড়ুন: শিশুর জন্ম দিয়েই উধাও তরুণী, খুঁজে পাওয়া যাচ্ছে না দুই নারী সঙ্গীকেও!

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, তানহা সাথী, জুসনা হক ও এরশাদ হোসেন মুন্না।

পরো চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!