অনাগত সন্তান নিয়েই পুলিশের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৮ মার্চ) সকালে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

ওমরাহ পালন করে এদিনই দেশে ফিরেছিলেন এই চিত্রনায়িকা। স্বামী রকিব সরকারসহ তিনি সৌদি আরব গিয়েছিলেন। তবে দেশে একাই ফেরেন।

মাহি ও রকিবের বিরুদ্ধে শুক্রবার (১৭ মার্চ) গাজীপুর বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন থানার এসআই মো. রোকন মিয়া।

মামলায় মাহি ও রাকিবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট, মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃ্ঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ আনা হয়. এ মামলায় মাহিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ইব্রাহিম।

তিনি বলেন, এই চিত্রতারকাকে গ্রেপ্তারের বিষয়ে পরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

পুলিশের ওই মামলার আগে শুক্রবার ভোরে গাজীপুরে রকিবের গাড়ির বিক্রয়কেন্দ্র সনিরাজ কার প্যালেসে ভাংচুর হয়েছিল।

ওই জমি নিয়ে রাকিবের সঙ্গে স্থানীয় আরেকপক্ষের বিরোধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনার পর ফেসবুক লাইভে এসে ক্ষোভপ্রকাশ করেন মাহি-রাকিব। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও আনেন তারা।

তখন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন, মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। অথচ মাহি বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না।

সিনেমায় মাহি, বিয়ে ও রাজনীতি

রাজশাহীর মেয়ে মাহির সিনেমায় যাত্রা ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্যদিয়ে। এরপর এক দশকে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’, ‘লাইভ’-এর মতো বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমার নায়িকা হন তিনি।

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে ব্যবসায়ী রাকিবকে বিয়ে করেন মাহি। গত সেপ্টেম্বরে জানান, তিনি মা হতে যাচ্ছেন। অনাগত সন্তানের অপেক্ষায় থাকার মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।

মাহির স্বামী রকিব ব্যবসায়ী। গাজীপুরের বাসন এলাকার বাসিন্দা রকিব আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য।

রকিবকে বিয়ে করার পর রাজনীতিতে সক্রিয় হন মাহি। রাজনীতিতে নেমেই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে তিনি সম্প্রতি আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!