অটোরিকশার ধাক্কায় রক্তাক্ত স্কুলছাত্রী

সীতাকুণ্ডে গাড়ি ধাক্কায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। তার নাম ইসমত জাহান সীমা (১৪)। সে বাড়বকুণ্ড সিসিসি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীমা বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারিটোলা গ্রামের মো. মোস্তাফিজ আলমের মেয়ে।

আরও পড়ুন : দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, চালক—যাত্রী নিহত

আহত স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ইসমত জাহান সীমা ও তার সহপাঠী অতিথি বড়ুয়া বাড়বকুণ্ড বাজার এলাকায় রাস্তা পাড় হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা সীমাকে ধাক্কা দেয়। গুরুতর আহত সীমাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখানকার ডাক্তার তাকে চমেক হাসপাতালে পাঠান।

সীমার বাবা মো. মোস্তাফিজ আলম কান্নাজড়িত কণ্ঠে আলোকিত চট্টগ্রামকে বলেন, বাড়বকুণ্ড এলাকায় গাড়ি উল্টোপথে এসে আমার মেয়েকে ধাক্কা দেয়। সে এখনো আশঙ্কামুক্ত নয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!