অটোরিকশাকে দুমড়েমুচড়ে দিয়েছে বেপরোয়া গতির ট্রাক, মুহূর্তেই লাশ যুবক—রক্তাক্ত ৪

সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যু্বক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ যাত্রী।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জুয়েল। তার বড়ি কুমিরা এলাকায় বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- মানিক (২৬), কাজী মইনুল ইসলাম (২৫), নুরুল ইসলাম (২৪) ও সাগর (২৫)।

সাগর উপজেলার ছোট কুমিরা খোরশেদ মেম্বারের বাড়ির বাসিন্দা আবুল হাসেমের ছেলে। অপর তিনজন অলিম্পিক কোম্পানিতে সেইলস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন : অটোরিকশার ধাক্কায় রক্তাক্ত স্কুলছাত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে। গুরুতর আহত হন আরো ৪ যাত্রী।খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সেকেন্ড অফিসার মো. ফিরোজ মিয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে আমরা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!