আনোয়ারা উপজেলার প্রত্যন্ত এলাকার গ্রাম পুলিশদের বাইসাইকেল দেওয়া হয়েছে। নজরদারি বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে ১১ ইউনিয়নের ৯৯ জনকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদের অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন ।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের জীবন বাঁচিয়ে হাতে উঠল ‘সিএমপির সম্মাননা’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ ও চাতরী ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন হিরো।
ইউএনও শেখ জোবায়ের আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশের সদস্যরা। তাই তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ৯৯ গ্রাম পুলিশকে সাইকেল ও পোশাক দেওয়া হয়েছে।
ইমরান/ডিসি