৮৫ মিনিটের প্রেসিডেন্ট౼আড়াইশ বছরের ইতিহাস পাল্টে দিলেন কমলা

ইতিহাসের পাতায় নাম লেখালেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে প্রেসিডেনশিয়াল ক্ষমতা হস্তান্তর করে যান কমলার কাছে। বাইডেন ৮৫ মিনিট চিকিৎসকের কাছে থাকাকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন কমলা। তবে তিনি প্রেসিডেন্টের কার্যালয় ব্যবহার করেননি। হোয়াইট হাউসে তাঁর নিজ কার্যালয় ওয়েস্ট উইং থেকে তিনি দায়িত্ব পরিচালনা করেন।

আমেরিকার ২৫০ বছরের ইতিহাস প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন ৫৭ বছর বয়সী কমলা।

যুক্তরাষ্ট্রের সংবিধানে এমন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে। এর আগে ২০০২ এবং ২০০৭ সালে এভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : কারাবন্দি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট

জন্মদিনের আগের দিন জো বাইডেন তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কোলনস্কপি করান। এজন্য তাঁকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। এরপর তিনি স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁর দায়িত্বে ফিরে যান।

২০০৯ সাল থেকে বাইডেনকে চিকিৎসা দেওয়া ডা. কেভিন ও’কননর বলেন, বাইডেন এখন পুরোপুরি ঠিক আছেন এবং দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।

আজ শনিবার (২০ নভেম্বর) আমেরিকার সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মদিন। এর ঠিক আগের দিনই নিজের স্বাস্থ্য পরীক্ষা করে নেন ৭৯ বছর পার করা আমেরিকার ৪৬তম এ প্রেসিডেন্ট।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!