ড্রাইভিং পেশার আড়ালে মাদক বাণিজ্য, ৭ লাখ টাকার গাঁজা নিয়ে ধরা খেল যুবক

ফেনীতে ৪৩ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম প্রকাশ হৃদয় (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল চেকপোস্টে তাকে আটক করা হয়।

আটক শহিদুল ইসলাম প্রকাশ হৃদয় (২১) কুমিল্লা জেলার কুচাইতলি এলাকার মৃত. বাচ্চু মিয়ার ছেলে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

আরও পড়ুন: ড্রাইভিং পেশার আড়ালে ৪ জনের ‘গাঁজা চক্র’

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বিপুল পরিমাণ মাদক ফেনী থেকে চট্টগ্রাম শহরের দিকে আসার খবরে ঢাকা-চট্টগ্রাম সড়কের মহিপাল এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করা হয়। এ সময় একটি প্রাইভেটকার থেকে স্কচটেপ মোড়ানো ৪৩ কেজি গাঁজাসহ শহিদুল ইসলাম নামে একজন যুবককে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, ফেনীর মহিপাল এলাকায় চেকপোস্টে ৪৩ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার।

তিনি আরও বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে ড্রাইভিং পেশার আড়ালে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা কিনে বেশি দামে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নওশীন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm