৭০০ পরিবার পেল জামায়াত ইসলামী ও লায়লা সিদ্দিক ফাউন্ডেশনের ইফতারসামগ্রী

খেটে খাওয়া মানুষদের অবস্থা যেন নুন আনতে পান্তা ফুরায়। পবিত্র রমজানে এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী, সদরঘাট থানা শাখা এবং লায়লা সিদ্দিক ফাউন্ডেশন। দিন আনে দিন খাওয়া সাত শতাধিক পরিবারকে তারা দিয়েছে ইফতারসামগ্রী।

বুধবার (১১ মার্চ) বিকেল থেকেই পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে খেটে খাওয়া মানুষের ভিড়। তারা সবাই এসেছে পবিত্র রমজানের ইফতারসামগ্রী নিতে। তাদের জন্য ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে রেখেছিল জামায়াতে ইসলামী, সদরঘাট থানা শাখা এবং লায়লা সিদ্দিক ফাউন্ডেশন।

ইফতারসমাগ্রী বিতরণের আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সদরঘাট ওয়ার্ড জামায়াতের আমীর হারুন অর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরাহ সদস্য ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন।

আরও পড়ুন : আনোয়ারার সাংবাদিকদের জন্য জামায়াতের আয়োজন

পূর্ব মাদারবাড়ি জামায়াতের সেক্রেটারি মু. কাউসার নেওয়াজ রাজির পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানা জামায়াতের আমীর আব্দুল গফুর, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আবুল মনসুর, সমাজসেবক আজিজুর রহমান, ব্যবসায়ী আবু সুফিয়ান, আবু সাহেদ ও মাওলানা নজির হোসাইন কুতুবী।

সভায় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে অতিথিরা খেটে খাওয়া সাত শতাধিক পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm