৬৬—তেই করোনার কাছে হেরে গেলেন সাবেক মন্ত্রী বাবলু

করোনার কাছেই শেষ পর্যন্ত হার মানলেন জাতীয় পার্টি মহাসচিব, ডাকসুর সাবেক জিএস ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শনিবার (২ অক্টোবর) সকাল ৯টা ১২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালি এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত জাপার মহাসচিব বাবলু, চিকিৎসা নিচ্ছেন ল্যাব এইডে

জানা যায়, গত ৬ সেপ্টেম্বর জিয়াউদ্দিন বাবলু করোনায় আক্রান্ত হন। এরপর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনায় তাঁর ফুসফুসে বেশি সংক্রমণ হয়। এছাড়া তাঁর অ্যাজমা ও হার্টে সমস্যা ছিল।

শনিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাখা হবে।

এরপর বাদ এশা গুলশান আজাদ মসজিদে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে লাশ দাফন করা হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm