৬৬০০ ইয়াবা নিয়ে বাঁশখালী গিয়েছিল টেকনাফের যুবক

বাঁশখালীতে ৬ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. শাকের (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহম্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজের পাশে গাড়ি তল্লাশির সময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আরও পড়ুন : আনুমিয়ার বাড়ির সামনে ধরা পড়া যুবক ইয়াবা কিনেছিল কালামের কাছ থেকে

আটক শাকের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং করাচিপাড়ার মো. আলী আকবরের ছেলে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের খবরে গাড়ি তল্লাশি করে মো. শাকের নামের একজনকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm