ঢাকায় ৬৫ হাজার টাকা বেতনে লোকবল নিয়োগ দিচ্ছে ওয়াটারএইড বাংলাদেশ। ওয়াশ সার্ভিস বিভাগে ‘প্রোগ্রাম অফিসার’ পদে লোক নিতে জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমপক্ষে মাস্টার্স পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক পাস হতে হবে আগ্রহী প্রার্থীকে।
আরও পড়ুন: ১০০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১২ জন
এছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রেজেন্টেশন, কমিউনিকেশন স্কিল থাকতে হবে। ঢাকার বাইরে কাজ করারও আগ্রহ থাকতে হবে। কাজের ধরন: পূর্ণকালীন, কর্মস্থল: ঢাকা।
বেতন: বেতন ৫৮০০০-৬৫০০০ টাকা। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।