নগরের খুলশী এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২১ নভেম্বর) রাতে এমইএস কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. শাহাজাহান (৪২) কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী এলাকার হাজী মো. ইলিয়াছের ছেলে।
আরও পড়ুন: বন্দুকযুদ্ধের পর লাশের সঙ্গে উদ্ধার হলো ৭০ হাজার ইয়াবা
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, খুলশী থানার এমইএস কলেজ রোড এলাকায় ইয়াবা নিয়ে এক মাদক কারবারি অবস্থান করছে— এমন সংবাদে অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ শাহাজাহান নামের একজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক শাহজাহান দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকায় খুচরা দামে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এএইচ/আরবি