নগরে মাদক মামলায় পলাতক আসামি পারুল আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে কোতোয়ালী স্টেশন রোড মদের মহলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারুল আক্তার চাঁদপুর মতলব থানার বিশুপুর এলাকার মৃত আব্দুল সাত্তারের মেয়ে।
পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) জাহেদুজ্জামান চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, ২০১৮ সালের ১৬ অক্টোবর সদরঘাট কদমতলী মালি কলোনির পেছন থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৭০টি ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। ওই ঘটনায় ১৩ জনের নামে মামলা হলেও ৫ জনকে শনাক্ত করতে সক্ষম হই। বাকি ৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আদালত মামলার তদন্তভার আমার কাছে হস্তান্তর করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পারুল আক্তারকে শনাক্ত করে গ্রেপ্তার করেছি।
তিনি বলেন, সে প্রায় ৫ বছর পলাতক থেকে একইকাজে লিপ্ত ছিল। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। গ্রেপ্তার পারুল আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।