পাঁচদিনের ব্যবধানে কক্সবাজারের টেকনাফে আরও একটি বাচ্চা হাতির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি ছড়ায় বন্য হাতির মৃত বাচ্চাটি পাওয়া যায়।
এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকার পাহাড়ি ছড়ার পানি থেকে একটি মৃত হাতির বাচ্চা উদ্ধার করা হয়েছিল।
আরও পড়ুন: বিদ্যুতের শকে হত্যা—হাতিকে টুকরো টুকরো করে দেওয়া হলো মাটিচাপা
স্থানীয়রা জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরের পশ্চিমে পাহাড়ি ছড়ায় তারা হাতির মৃত বাচ্চাটি পড়ে থাকতে দেখেন। এ সময় সেখানে শাবকটিকে ঘিরে উৎসুক রোহিঙ্গা ও স্থানীয়রা ভিড় করেন। পরে খবর পেয়ে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) একটি দল ঘটনাস্থলে যায়।
এপিবিএনেে অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পশ্চিমে পাহাড়ি ছড়ার পানিতে একটি মৃত হাতি পড়ে থাকার খবরে তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুন: ফজরের নামাজ পড়তে গিয়ে হাতির সামনে মুয়াজ্জিন, ভেঙে দিল কোমর
তিনি বলেন, ওই এলাকায় বন্য হাতির চলাচলের পথ রয়েছে। পাহাড়ি ছড়ায় পানি পান করতে প্রায়সময় হাতি আসা-যাওয়া করে। মৃত হাতির বাচ্চাটির শরীরের বিভিন্ন অংশে চামড়া খসে গেছে এবং পচন ধরেছে।
তরিকুল জানান, দুই-তিনদিন আগে পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়ে বাচ্চা হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।