৫ গরু চুরির পর ধরা পড়ল কেনু—নাজিম

আনোয়ারায় গরু চুরি করতে এসে ধরা খেয়েছে ২ চোর। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলা হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর আবুআলী টেক এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— একই এলাকার পশ্চিম হাইলধর গ্রামের মো. কেনু (৪০) ও দক্ষিণ হাইলধর গ্রামের মো. নাজিম (৪২)। তারা দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, চলতি মাসে এই এলাকা থেকে ৫টি গরু চুরি হয়। শনিবার গভীর রাতে চোরেরা হাইলধর গ্রামের একটি ঘরে হানা দেয়। এ সময় ঘরের মালিক চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ধাওয়া দিলে চোরেরা পালিয়ে যায়। পরে পুকুরে লুকানো অবস্থায় ধরা পড়ে কেনু। তার দেওয়া তথ্যে এরপর নাজিমকে ধরে এলাকাবাসী।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ২ জন চোরকে স্থানীয়রা পুলিশকে হস্তান্তর করেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm