রাঙামাটিতে ৫ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ৩ দশমিক ৫ একর গাঁজাক্ষেত ধ্বংস করা হয়েছে। এইসঙ্গে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
রোববার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কাউখালী ডেবাছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ধন্য মনি চাকমা (৪৫) কাউখালী থানার ডেবাছড়ি এলাকার মৃত ঘাড়ভেঙ্গা চাকমার ছেলে।
আরও পড়ুন: গাঁজা—ইয়াবা নিয়ে রাজাখালী ঘুরছিল যুবক, ধরল পুলিশ
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মো. চপল আলোকিত চট্টগ্রামকে বলেন, রাঙামাটি জেলার কাউখালী থানার ডেবাছড়ি এলাকায় গাঁজার চাষ করা হয়েছে—এমন সংবাদে অভিযান পরিচালনা করে ধন্য মনি চাকমা নামের একজনকে আটক করি। পরে প্রায় ৩ দশমিক ৫ একর জায়গায় চাষ করা গাঁজাক্ষেত ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, ধ্বংস করা ক্ষেতে ৩ হাজার ৫০০ কেজি গাঁজা ছিল। যার মূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাঙামাটি জেলার কাউখালী থানার যেবাছড়ি এলাকা থেকে ৫ একর জায়গায় ৫ হাজার ৫০০ কেজির একটি গাঁজাক্ষেত ধ্বংস করা হয়।