৫ আগস্টের পর আবার ‘লকডাউনে’র সুপারিশ

দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চলছে লকডাউন (কঠোর বিধিনিষেধ)। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখনও কমেনি সংক্রমণ। তাই ৫ আগস্টের পর লকডাউন আবার বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি জানান।

আরও ১০ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেব? রোগীদের কোথায় জায়গা দেব?

আরও পড়ুন: চট্টগ্রামের করোনায় রেকর্ডময় দিন, একদিনেই তিন

ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হওয়া এবারের লকডাউন চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!