৫৩-তেই নিভে গেল ডা. সন্দীপনের ‘জীবনপ্রদীপ’

চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সন্দীপন দাশ (৫৩) আর নেই। সোমবার (১৬ আগস্ট) নগরের ইম্পেরিয়াল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, Multi Organ Failure হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। এছাড়া শরীরে সোডিয়াম ঘাটতি এবং মস্তিষ্কের স্নায়ুর কার্যকারিতাও হ্রাস পায় তাঁর।

ডা. সন্দীপনের প্যানক্রিয়াটাইটিসের সমস্যা দেখা দিয়েছিল। তাকে রোববার ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ইস্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: করোনা: বড় বোনের পরদিন মারা গেলেন কাউন্সিলর রিজিয়াও

মূলত কিডনি রোগের জন্য তিনি যেসব ওষুধ খেতেন এর থেকে তাঁর প্যানক্রিয়াটাইটিসের সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে শারীরিক নানা জটিলতার কারণেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

ডা. সন্দীপন দাশ একজন সংস্কৃতিকর্মীও ছিলেন। তিনি ভালো সেতার, বেহালা ও তবলা বাজাতে পারতেন। গানের প্রতি তার ছিল অন্যরকম টান। সদা হাস্যোজ্জ্বল এ ডাক্তার করোনাকালেও নিয়মিত রোগী দেখেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের ছাত্র ছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!