৫০ লিটার মদ নিয়ে যুবক দাঁড়িয়ে ছিল মেম্বারের বাড়ির সামনে

আনোয়ারা ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. নুর হোসেন (৪৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার হানিফ মিয়ার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন : মাটির নিচে ৩৬ বস্তা মদ লুকিয়ে রেখেছিল তরুণী

আটক নুর হোসেন বাঁশখালী উপজেলার চাঁদপুর বৈলগাও ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মদ নিয়ে দাঁড়িয়ে ছিল।

এ বিষয়ে আনোয়ারা খানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm