আনোয়ারা ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. নুর হোসেন (৪৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার হানিফ মিয়ার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন : মাটির নিচে ৩৬ বস্তা মদ লুকিয়ে রেখেছিল তরুণী
আটক নুর হোসেন বাঁশখালী উপজেলার চাঁদপুর বৈলগাও ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মদ নিয়ে দাঁড়িয়ে ছিল।
এ বিষয়ে আনোয়ারা খানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
কাঞ্চন/আরবি