৫০০ অসহায় মানুষকে খাবার দিলেন মুক্তিযোদ্ধা আখতার উদ্দিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৫০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আখতার উদ্দিনের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।

আগ্রাবাদ সি.জি.ও বিল্ডিং-১ চত্বরে কর আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী (সবুজ)। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

আরও পড়ুন: ২০০ অসহায় মানুষকে দুপুরের খাবার দিল মিরসরাই উপজেলা ছাত্রলীগ

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মো. মমতাজ উদ্দিন, কর আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক আবছারুল হক, চট্টগ্রাম চার্টার্ড ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রজত সাহা রনি।

অনুষ্ঠান শেষে শাহ মজিদিয়া এতিমখানার শিশুসহ প্রায় পাঁচশ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন অতিথিরা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!