৪ শর্তে খুলবে বিশ্ববিদ্যালয়

চার শর্তে খুলবে দেশের সব বিশ্ববিদ্যালয়। আগামী জুলাইয়ে নিশ্চিত করা হবে শিক্ষার্থীদের করোনা টিকার ডোজ। এর পরপরই আবাসিক হলসহ দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, জুনের শুরু থেকে চীনের টিকা পাওয়ার পর শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ দেওয়া হবে। প্রথম ডোজের ২১-২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে স্বাস্থ্যবিধি মেনেই আগের মতো সরাসরি পরিচালিত হবে সকল শিক্ষা কার্যক্রম।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মঙ্গলবার (১ জুন) মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুষ্ঠিত বৈঠক চার শর্তে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি জুনেই চীনের টিকা বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!