সেন্টমার্টিন গেলেন ৪ রাষ্ট্রদূত

কড়া নিরাপত্তায় ৪ দেশের রাষ্ট্রদূতসহ ১২ জনের একটি প্রতিনিধি দল দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করেছেন।

সেন্টমার্টিন দ্বীপে পৌঁছলে তাঁদের অভ্যর্থনা জানান দ্বীপের কোস্টগার্ড ইনচার্জ লে. কমান্ডার তারেক, বাংলাদেশ নৌবাহিনীর ইনচার্জ লে. সাইফুল, পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল, সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্প দেখতে গেলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার

প্রতিনিধি দলে ছিলেন ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রু এবং জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকি।

চেয়ারম্যান নুর আহমদ বলেন, ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ৮ নভেম্বর সকাল ১১টায় টেকনাফ স্থলবন্দর থেকে কোস্টগার্ডের মেটালস সার্কযোগে সেন্টমার্টিন সফর করেন। সেন্টমার্টন দ্বীপে পৌঁছে তাঁরা কিছু সময় নৌবাহিনীর রিসোর্ট কোরাল ভিউতে বিশ্রাম করেন। এরপর দ্বীপের উত্তর ও পশ্চিম সৈকতে ভ্রমণ করেন। ভ্রমণ শেষে নৌবাহিনীর রিসোর্টে দুপুরে খাবার খান। বিকাল ৪টায় তাঁরা সেন্টমার্টিন ত্যাগ করেন।

এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!