দুই যুবকের কাছে ছিল ৪ বস্তা ফেনসিডিল

৮ লাখ টাকার মূল্যের ৭৯২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

আটকরা হলেন- মো. জাকির হোসেন (৫০) ও মো. সাব্বির (২৩)।

আরও পড়ুন: ১২ কোটি টাকার ইয়াবা নিয়ে একসঙ্গেই ১৪ মাদক ব্যবসায়ী ধরল র‌্যাব

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা কেনাবেচার জন্য অবস্থান করার সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেখিয়ে দেওয়া চারটি বস্তা তল্লাশি করে ৭৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানান, ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তারা মাদক সংগ্রহ করতেন। পরে এসব মাদক ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করতেন।

আইনানুগ প্রক্রিয়া শেষে ফেনী মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৭।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!