আনোয়ারায় আওয়ামী লীগের ৪ প্রার্থীর ‘চেয়ারম্যান’ নিশ্চিত

আনোয়ারা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) চারটিতেই কোনো প্রতিদ্বন্দ্বী নেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে আর কোনো বাধা থাকছে না।

সোমবার (১৩ ডিসেম্বর) চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেলকে একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী তাঁর বাবা শামসুদ্দিন আহমদ চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

আফতাব ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাওয়া অন্য তিনজন হলেন− বৈরাগ ইউনিয়নের নোয়াব আলী, বটতলীর অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও বারখাইনে হাসনাইন জলিল শাকিল।

আরও পড়ুন : আনোয়ারায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

নির্বাচন অফিস সূত্র জানা যায়, গত রোববার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে চার ইউনিয়নে এই চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

আফতাব উদ্দিন চৌধুরী বলেন, চাতরীকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করা হবে। ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।’

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!