চট্টগ্রাম মেডিকেলে ঘাপটি মেরে ছিল ৪ দালাল, ধরল পুলিশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ৪ দালালকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোরশেদ আলম বাবু (৪১), মো. জিসান (২৪), মো. ফরহাদ (৩৪) ও মো. জুয়েল (২৩)।

আরও পড়ুন: সেবক সেজে প্রতারণা, চট্টগ্রাম মেডিকেলে ধরা খেল ২ দালাল

পুলিশ সূত্রে জানা যায়, আটক ৪ দালাল হাসপাতালে আসা রোগী ও স্বজনদের সহায়তার নামে ভোগান্তি ও অর্থ আদায়ের উদ্দেশ্য বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছিল। পরে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়৷

এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনক ঘোরাফেরার কারণে তাদের আটক করা হয়৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারও করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে৷

প্রসঙ্গত, সোমবার (১৭ অক্টোবর) ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে থেকে ২ দালালকে আটক করা হয়েছিল।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm