৪ ড্রেজার দিয়ে চলছিল বালু উত্তোলন, জব্দ করলেন ম্যাজিস্ট্রেট

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের মোল্লাঘাট এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ নভেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন : হালদায় তিনটি যান্ত্রিক নৌযান ধ্বংস করলো ইউএনও

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!