৪৫ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

কর্ণফুলী উপজেলার গ্রামীণ এলাকায় নজরদারি বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে ৫ ইউনিয়নের ৪৫ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে গ্রাম পুলিশদের বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সরকারের উপ পরিচালক বদিউল আলম।

আরও পড়ুন : মোটরসাইকেল চুরি—আনোয়ারায়, পুলিশ পেল চকরিয়ায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ইউএনও শাহিনা সুলতানা বলেন, জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশের সদস্যরা। তাই তাদের চলাচল ও কাজে গতি বৃদ্ধি করতে উপজেলার ৪৫ গ্রাম পুলিশকে সাইকেল দেওয়া হয়েছে।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm