মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় গিয়ে নিখোঁজ সিফাতুর রহমান মজুমদারের (২১) লাশ উদ্ধার করা হয়েছে ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে খৈয়াছড়া ঝরনার কুপ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সিফাত ঢাকার মিরপুর-১ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ইউনির্ভাসিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা প্রথম বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন : বন্ধুদের সঙ্গে খৈয়াছড়া ঝরনা দেখতে এসে লাশ মেডিকেল ছাত্র
জানা গেছে, গত মঙ্গলবার সকালে সিফাতুর রহমান মজুমদারসহ ১৩ জন বন্ধু মিলে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসেন। এরপর বন্ধুরা মিলে পাহাড়ের ওপর বসে মদপান করেন। মদপান করে হঠাৎ সিফাত অসুস্থ হয়ে গেলে তাকে একটি জায়গায় রেখে বন্ধুরা ঘুরতে যান। বন্ধুরা ঘুরে এসে দেখে সেখানে সিফাত নেই। এরপর নিখোঁজের ৪৪ ঘণ্টা পর আজ দুপুরের দিকে ঝরনার কুপ থেকে ভাসমান দেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজেও সিফাতুরের সন্ধান মেলেনি। আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি শুরু করে। একপর্যায়ে দুপুরের দিকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।
যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ওসি তদন্ত দ্বীপ্তেশ রায় জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ফুলে গেছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এএ/আরবি