নগরের গুরুত্বপূর্ণ ৩ স্পটে অভিযান—রাস্তা দখল করে রাখা অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

নগরের গুরুত্বপূর্ণ তিনটি এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে নগরের চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা এবং টেরীবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: ‘পলিথিনমুক্ত’ অভিযানে মামলা খেল চকবাজার—কাজীর দেউড়ির ৬ দোকানি

নগরের চেরাগী পাহাড় এলাকায় অভিযান

অভিযানে নেতৃত্ব দেন চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী। এতে সহযোগিতা করেন পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজার ও সেবকরা।

জানা যায়, উচ্ছেদ অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে তৈরি করা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়। এ সময় টেরীবাজার ও আন্দরকিল্লা এলাকার বিভিন্ন দোকানের অনুমোদনহীন ডিজিটাল সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়।

এছাড়া কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে নালার উপর গড়ে উঠা অবৈধ একটি দোকানঘর ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন: ৬ ম্যাজিস্ট্রেটের অভিযানে উচ্ছেদ হলো ৩৭০ অবৈধ স্থাপনা

আন্দরকিল্লা এলাকায় ‍উচ্ছেদ অভিযান

জানতে চাইলে চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে মাননীয় মেয়রের নির্দেশনা মোতাবেক আমাদের নিয়মিত উচ্ছেদ অভিযান কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) সকাল থেকে নগরের চেরাগীপাহাড়, আন্দরকিল্লা ও টেরীবাজার এলাকায় রাস্তার উভয়পাশ এবং ফুটপাত দখল করে থাকা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাস্তা ও ফুটপাত দখল করে কাউকে ব্যবসার সুযোগ দেওয়া হবে না। যেখানে অনিয়ম সেখানেই অভিযান চলবে।

তিনি আরও বলেন, উচ্ছেদ করা স্থানসমূহ পুনরায় যাতে দখল হয়ে না যায় সেজন্য প্রতিটি ওয়ার্ডের সুপারভাইজার ও সেবকদের দিয়ে তদারকি করানো হচ্ছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!