মিজান এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা, এসএম ওয়েল ট্রেডিং সিলগালা

নগরের মেসার্স মিজান এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা ও এসএস ওয়েল ট্রেডিং সিলগালা করেছে চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে নগরের বায়েজিদ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এ অভিযান প‌রিচালনা ক‌রেন।

আরও পড়ুন: মাস্ক না পরলে জেল-জরিমানা—স্বাস্থ্যমন্ত্রীর সতর্কবার্তা

এ বিষয়ে উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ আলোকিত চট্টগ্রামকে বলেন, অনুমোদনবিহীন লাইসেন্স ব্যবহার, অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশে খোলা তেল ও বিষাক্ত কেমিক্যালে ভোগ্যপণ্য বাজারজাতকরণের অপরাধে মেসার্স মিজান এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা এবং একই অপরাধে এসএস ওয়েল ট্রেডিং সিলগালা করা হয়েছে। পরে অভিযানে জব্দ করা মালামাল পুড়িয়ে ফেলা হয়।

তিনি আরও জানান, অবৈধ ও অসাধু ব্যবসায়ীদের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও এনএসআই সদস্যরা সহায়তা করেন।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!